চট্টগ্রামে গণপরিবহন চালুর দাবিতে মিছিল

ফাইল ছবি

গণপরিবহন চালুসহ তিন দফার দাবিতে বন্দর নগর চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরিহনশ্রমিকেরা। আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

পরিবহনশ্রমিকদের দাবিগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহনশ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্যসহায়তা দিতে হবে এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহনশ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল দিতে হবে।

একই দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করেছেন পরিবহনশ্রমিকেরা।

চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে বেলা ১১টায় কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, কার্যকরী সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, শ্রমিক নেতা হারুনুর রশিদ, সোলায়মান প্রমুখ৷

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে লকডাউন চললেও সবকিছু খোলা রাখা হয়েছে। শুধু গণপরিবহন বন্ধ আছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিকেরা অসহায় আর কষ্টে দিন পার করছেন। এই পরিস্থিতি নিরসনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করতে হবে।

মানববন্ধন শেষে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।