চট্টগ্রামে বন্ধুসভার বিভাগীয় কর্মশালা উদ্বোধন

বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতেছবি: জুয়েল শীল

জাতীয় সংগীতের সঙ্গে আকাশে উড়ে গেল এক ঝাঁক বেলুন। এর সঙ্গে উদ্বোধন হলো বন্ধুসভার চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা ২০২১। ‘সৃষ্টির আনন্দে তারুণ্য’ স্লোগানে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন শুরু হয়। বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশীদ ও জন হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের প্রোডাকশন অ্যাসোসিয়েট সৈয়দা লতিফা শারমিন। উদ্বোধনী আয়োজনে কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর বন্ধুদের এমন মিলনমেলা দেখে বেশ ভালো লাগছে। বন্ধুদের প্রাণশক্তি আমাদের সবাইকে উজ্জীবিত করে। আশা করছি এ ধরণের আয়োজনের মাধ্যমে বন্ধুরা আরও বেশি প্রাণশক্তি পাবে। বন্ধুরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

উদ্বোধনের পরে শিল্পকলার মঞ্চে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এরপর শুরু হয় লেখালেখিবিষয়ক কর্মশালার আয়োজন। দিনব্যাপী এ আয়োজনে আটটি বিষয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও থাকবে বিভিন্ন বন্ধুসভার অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।
চট্টগ্রাম বিভাগীয় কর্মশালার এ আয়োজনে চট্টগ্রাম বিভাগের ১৮টি বন্ধুসভার ২৫০ জন বন্ধু অংশ নিয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।