চট্টগ্রামে লঘুচাপের প্রভাবে বৃষ্টি

লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন ঘর থেকে বের হওয়া লোকজন। নগরের প্রবর্তক মোড় এলাকায়। চট্টগ্রাম, ২৪ জুলাই।
ছবি: সৌরভ দাশ

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে আজ শনিবার ভোর থেকে থেমে থেমে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোয় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৩৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকাগুলোয় সামান্য পানি ওঠে। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে তা নেমে গেছে।

আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। পাশাপাশি সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।