চট্টগ্রামে সাংসদ মোশাররফের বিরুদ্ধে বিএনপির অভিযোগ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মোশাররফ হোসেন
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মোশাররফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের পক্ষে নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক একরাম করিম এই অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, একজন সাংসদ হিসেবে মোশররফ হোসেনের স্বাক্ষরে পত্রিকায় দলের সমর্থিত প্রার্থীর তালিকা ছাপা হয়েছে। সেখানে এই সাংসদকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় বিএনপির পক্ষ থেকে।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘একটা অভিযোগ আমরা পেয়েছি। সেটি যাচাই–বাছাই করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে মোশাররফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁকে ফোন করা হলেও তিনি ধরেননি।

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে শুরু থেকে দায়িত্ব পালন করছেন মোশাররফ হোসেন। ১৮ ও ১৯ জানুয়ারি তাঁর এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের স্বাক্ষরে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে।