চরকির কাজ প্রশংসার দাবি রাখে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
ছবি: প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘এত অল্প সময়ের মধ্যে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি বাংলাদেশসহ ভারতেও যে স্থান করে নিয়েছে, তা আসলেই প্রশংসার দাবি রাখে। সেই সঙ্গে আমাদের (ভারতের) কিছু প্রামাণ্যচিত্র ও কনটেন্ট দর্শক এত দেখেছে, সেটা জেনে আনন্দবোধ করছি।’ ভারতীয় হাইকমিশন ও চরকির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ চুক্তি স্বাক্ষরের ফলে ভারতীয় যেসব কনটেন্ট চরকিতে দেখা যাচ্ছে, সেগুলো আরও এক বছর দেখা যাবে এ প্ল্যাটফর্মে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ভারতীয় হাইকমিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বিক্রম কুমার দোরাইস্বামী এবং মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

স্বাগত বক্তব্যে মতিউর রহমান বলেন, ‘চরকি তার যাত্রার শুরু থেকেই যেসব মাইলফলক সৃষ্টি করেছে, তা আসলেই চোখে পড়ার মতো। বাংলাদেশের কোনো কনটেন্ট ১৯৩টি দেশ থেকে মানুষ দেখে, সেটা ভেবেও গর্ববোধ হয়। চরকিকে বিশ্বাস করে ভারতীয় হাইকমিশন যে এগিয়ে এসেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। চরকি ও ভারতীয় হাইকমিশনের এই পথচলা আরও দীর্ঘ হোক, এই কামনা করি।’

ভারতীয় যেসব কনটেন্ট চরকিতে দেখা যাচ্ছে, সেগুলো আরও এক বছর দেখা যাবে এ প্ল্যাটফর্মে
ছবি: প্রথম আলো

ভারতীয় হাইকমিশনের পাবলিক ডিপ্লোমেসি অফিসার (দ্বিতীয় সচিব-ভিসা ও জনকূটনীতি) দীপ্তি আলংঘটের সঞ্চালনায় চরকির কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এর প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতানসহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা।

উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রাহমানকে নিয়ে নির্মিত জয় হো, ফিল্মস্থান, গীতাঞ্জলিসহ ভারতীয় প্রায় ১১টি প্রামাণ্যচিত্র এক বছর ধরে চরকিতে দেখছেন দর্শকেরা। এসব কনটেন্ট বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৬ মে পর্যন্ত এই কনটেন্টগুলোর কপিরাইট ও প্রচারস্বত্বের মেয়াদ বাড়ানো হয়েছে।