চলছে মেঘনা সেতুর সংস্কার কাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ অক্টোবর। ছবি: আবদুর রহমান ঢালী
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ অক্টোবর। ছবি: আবদুর রহমান ঢালী

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাত ১০টা থেকে মেঘনা সেতু এলাকা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। আজ রোববারও যানজট রয়েছে। যানজট কখনো বাড়ছে আবার কখনো কিছুটা কমছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের দপ্তরি শাহীন মিয়া বলেন, আজ সকালে বিদ্যালয়ের কাজে দাউদকান্দি উপজেলা সদরে যাওয়ার পথে তীব্র যানজটে আটকা পড়ি। উল্টো পথে লোকাল মাইক্রোবাসযোগে যাওয়া-আসায় ২০ টাকার ভাড়া ১২০ টাকা দিতে হয়েছে। এক ঘণ্টা অতিরিক্ত সময় নষ্ট হয়েছে।

দাউদকান্দি পৌর সদরে অবস্থিত ড. খন্দকার মোশাররফ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী জেসমিন আক্তার বলে, সকালে বাড়ি থেকে কলেজে রওনা দিয়ে মহাসড়কে এসে তীব্র যানজটে আটকা পড়ি। পরে মহাসড়কের আমিরাবাদ থেকে কলেজ পর্যন্ত ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয়েছে। আসার পথেও একই অবস্থা। পুরুষ যাত্রীদের সঙ্গে যুদ্ধ করে লোকাল মাইক্রোবাসে উঠতে পারিনি।

শহীদনগর রজনীগন্ধা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মার্জিয়ারা বেগম বলেন, মহাসড়কে তীব্র যানজটা পড়ে বিদ্যালয়ে যাওয়া-আসায় হেঁটে যেতেও কষ্ট হয়েছে। পথচারীদের সড়কেও গাড়ি চলছে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানের চালক মিজানুর রহমান সকাল ১০টার দিকে বলেন, ভোর ছয়টায় দাউদকান্দির দৌলতপুর এলাকায় এসে যানজটে আটকা পড়ে ১৫ কিলোমিটার অতিক্রম করতে তিন ঘণ্টা সময় লেগেছে। এখনো যানজটে আছি। গাড়িতে বসেই সকালের নাশতা কলা-মুড়ি খেতে হয়েছে।

ঢাকা থেকে নোয়াখালীগামী জোনাকি পরিবহনের বাসের চালক আবু ইউসুফ বলেন, মেঘনা সেতু সংস্কারের কারণে ভোর ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে মেঘনা সেতু এলাকায় এসে যানজটে আটকা পড়ি। মেঘনা সেতুর এক পাশ দিয়ে কিছুক্ষণ পর পর যানবাহন চলাচল করায় দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ২৮ কিলোমিটার সড়ক অতিক্রম করতে ২০ মিনিটের পথ আড়াই ঘণ্টা সময় লেগেছে।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার বলেন, মেঘনা সেতুর চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনের সংস্কার ঢালাইসহ অন্যান্য কাজ মঙ্গলবার রাত পর্যন্ত চলবে। পরে ঢাকা থেকে চট্টগ্রামগামী লেনের কাজ শুরু হবে। যা শেষ হতে কমপক্ষে চার দিন লাগবে।

নাছির উদ্দিন মজুমদার বলেন, এক লেনে যানবাহন চলাচল করতে গিয়ে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।