চলে গেলেন কমিউনিস্ট নেতা আবদুস সামাদ

প্রখ্যাত কমিউনিস্ট নেতা মির্জা আবদুস সামাদ (৮৯) গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন।
মির্জা আবদুস সামাদের জন্ম ১৯২৭ সালে পঞ্চগড়ে (তৎকালীন জলপাইগুড়ি)। কলকাতায় কলেজে পড়ার সময় ভারতীয় কমিউনিস্ট পার্টির ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত হন। পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হন।
১৯৪৬ সালে আবদুস সামাদের সঙ্গে সাংবাদিক, সাহিত্যিক ও নারী সংগঠক লায়লা সামাদের বিয়ে হয়। পরের বছর দেশ বিভাগের পর তিনি পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত হন। ১৯৫০ সালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ন্যাপের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন তিনি।
আবদুস সামাদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।