চলো যাই আজ বিজ্ঞান উৎসবে

বেশ কিছুদিন থেকে বিজ্ঞানীরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করবে। রোবট সব কাজ করবে। মানুষের ভূমিকা থাকবে শুধু তাদের মাথায় কিছু মন্ত্র তথা সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া। আজ সত্যি সত্যি তাই ঘটতে যাচ্ছে। বিজ্ঞান উৎসব উদ্বোধন করবে একটি রোবট।

চলো যাই দেখে আসি রোবট কীভাবে ঠিক প্রধান অতিথির মতো করে এত বড়, সাড়া জাগানো বিজ্ঞান উৎসব উদ্বোধন করে!

অবশ্য মঞ্চে থাকবেন দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা। তাঁরা শুভেচ্ছা জানাবেন বিজ্ঞানমনস্ক তরুণদের। প্রেরণা দেবেন আমাদের সবাইকে। এরপর এই প্রথম একটি রোবট উৎসব উদ্বোধন ঘোষণা করবে!

উৎসবে মূল আকর্ষণ হিসেবে আরও থাকছে রোবট নাচ, রোবট প্রদর্শনী, বিজ্ঞান ম্যাজিক, গান, প্রশ্নোত্তর এবং আরও অনেক কিছু।

বিকাশ-বিজ্ঞানচিন্তা আয়োজিত এই বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল আটটায়, আসাদ গেটসংলগ্ন সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। চলবে বেলা একটা পর্যন্ত। অনুষ্ঠানে প্রায় ৮০টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে আসছে ঢাকা অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আরও আসছে শ চারেক স্কুলশিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। অভিভাবকেরা তো থাকবেনই।

বিজ্ঞান উৎসবে পুরস্কৃত করা হবে সেরা ১০-১৫টি বিজ্ঞান প্রজেক্ট। সেরাদের সেরা প্রজেক্টের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। বিজয়ী কুইজ প্রতিযোগীদেরও পুরস্কৃত করা হবে।

দেশের আরও ছয়টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ রকম আঞ্চলিক বিজ্ঞান মেলা। সেখান থেকে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে ঢাকায় জাতীয় বিজ্ঞান উৎসব।

বিজ্ঞানের প্রতি নিবেদিতপ্রাণ সব কিশোর-তরুণকে আমন্ত্রণ জানাই এই উৎসবে যোগদানের জন্য।

তাহলে দেখা হচ্ছে তো সবার সঙ্গে, আজ সকালে? তোমরা সবাই আসবে কিন্তু।