চার বছর পর নিষ্পত্তি হলো অবসর ভাতার আবেদন

অবসর ভাতার আবেদন চার বছর ধরে ঝুলে থাকার পর অবশেষে নিষ্পত্তি হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপে। অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে অভিযান চালিয়েছিল দুদক। তাদের উপস্থিতিতেই ওই আবেদন নিষ্পত্তি হয়।

দুদক জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা প্রদানে অনিয়মের অভিযোগ আসে তাদের কাছে। জানা যায়, এক মাদ্রাসার সাবেক অফিস সহকারীর অবসর ভাতার আবেদন চার বছরেও নিষ্পত্তি করা হয়নি। অভিযোগটি পেয়ে সহকারী পরিচালক খায়রুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

দুদকের দলটি বোর্ডের পরিচালক অধ্যাপক মো. খসরুল আলমের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সারা দেশের বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর আবেদনের চাপ থাকায় তা নিষ্পত্তি করতে দেরি হয়। ভাতা প্রদানের আবেদন নিষ্পত্তির সময় যথাসম্ভব কমিয়ে আনার পরামর্শ দেয় দুদকের দলটি।

রংপুর বিআরটিসিতে বাসের যন্ত্রাংশ লুটপাটের অভিযোগে সেখানে অভিযান চালায় দুদক। অভিযোগ আসে, রংপুর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বিভিন্ন বাসের যন্ত্রাংশ কিছু অসাধু কর্মচারী বাইরে বিক্রি করছে এবং এতে সরকারি সম্পদের ব্যাপক অপচয় হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক দল। এ অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদকের দলটি।

বৃহত্তর রংপুরের টেকসই সামাজিক বনায়ন উন্নয়ন শীর্ষক প্রকল্পের বরাদ্দ আত্মসাতের অনিয়মের অভিযোগ পেয়ে আরেকটি অভিযান চালায় দুদকের ওই দলটি। অভিযোগ আসে, বিভিন্ন রাস্তার পাশে ও বাঁধের পাশে ওই প্রকল্পের আওতায় নমুনা অনুযায়ী বৃক্ষরোপণ না করে প্রায় ২২ কোটি টাকার বরাদ্দের সিংহভাগ আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়াও বৃক্ষরোপণের মাস্টাররোলে শ্রমিকদের যে স্বাক্ষর দেখানো হয়েছে সেগুলোও জাল। দুদকের দলটি ওই প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়ন–সংক্রান্ত নথি সংগ্রহ করে। সব নথি পর্যালোচনা করে সিদ্ধান্তের জন্য কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।

এদিকে চট্টগ্রামের নিউ মনসুরাবাদ এলাকায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃক পচা, দুর্গন্ধযুক্ত ময়লা পানি সরবরাহের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক। ওয়াসার প্রতিনিধির উপস্থিতিতে দুদকের চট্টগ্রাম ১ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকার বেশ কিছু ভবনের পানির নমুনা সংগ্রহ করে। প্রাথমিক বিশ্লেষণে পানির মান যথাযথ নয় মর্মে তাদের কাছে প্রতীয়মান হয়। অবিলম্বে জনস্বাস্থ্যের হানি রোধে ওয়াসার প্রতিনিধিকে সরবরাহ করা পানির গুণগত মান নিশ্চিত করার জন্য সুপারিশ করে দুদক দল। সংগৃহীত পানির নমুনা যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী দল।

একই দল চট্টগ্রামের একটি স্টিল মিল কর্তৃক বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের যোগসাজশে বিদ্যুৎ চুরির অভিযোগে অভিযান পরিচালনা করে। ওই কারখানায় কী কী বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহার হয় সেগুলোর তথ্য সংগ্রহ করে। এ ছাড়াও বিগত দুই বছরের বিদ্যুৎ বিল এবং ওই কারখানার তৈরি মালামালের তালিকা সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে দলটি।