ছবিতে পদ্মা সেতুর নির্মাণকাজ

পদ্মা সেতু এখন আর স্বপ্ন না, বাস্তব। প্রতিদিনই একটু একটু করে কাজ এগোচ্ছে। এই সেতু নির্মাণে শুরু থেকেই নানা বাধা–বিপত্তি এসেছে। এ কারণে সেতু নির্মাণ পিছিয়েছে। সর্বশেষ যুক্ত হয়েছে করোরাভাইরাস। করোনার কারণে সেতু নির্মাণের কাজ কিছুটা পেছাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যেই কাল মঙ্গলবার বসছে সেতুর ২৬তম স্প্যান।
১ / ৮
নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ্মাসেতুর ওপর ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করছেন।
নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ্মাসেতুর ওপর ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করছেন।
২ / ৮
মূল নদীর ওপর সেতুর কাজ চলছে।
মূল নদীর ওপর সেতুর কাজ চলছে।
৩ / ৮
সেতুর এই অংশে চলবে ট্রেন।
সেতুর এই অংশে চলবে ট্রেন।
৪ / ৮
জাজিরা প্রান্তে এই অংশ দিয়ে যানবাহন উঠবে পদ্মা সেতুতে।
জাজিরা প্রান্তে এই অংশ দিয়ে যানবাহন উঠবে পদ্মা সেতুতে।
৫ / ৮
মাওয়ায় কনস্ট্রাকশন ইয়ার্ডে স্প্যান সংযোজনের কাজ চলছে।
মাওয়ায় কনস্ট্রাকশন ইয়ার্ডে স্প্যান সংযোজনের কাজ চলছে।
৬ / ৮
মাওয়ায় পদ্মা সেতুর এই অংশ দিয়ে যানবাহন নেমে যাবে। চলছে সে কাজ।
মাওয়ায় পদ্মা সেতুর এই অংশ দিয়ে যানবাহন নেমে যাবে। চলছে সে কাজ।
৭ / ৮
তৈরি হওয়া পিয়ার।
তৈরি হওয়া পিয়ার।
৮ / ৮
সেতুর উপরিভাগে রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ চলছে।
সেতুর উপরিভাগে রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ চলছে।