ছেলে তন্ময়ের জন্য ভোট চাইলেন শেখ হেলাল

শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়। ফাইল ছবি
শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী ও প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর ছেলে শেখ তন্ময়ের জন্য ভোট চেয়েছেন। তিনি বলেন, তন্ময়কে আপনারা ভোট দিন। তন্ময় নির্বাচিত হলে বাগেরহাটের উন্নয়ন হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়ের শেষ নির্বাচনী জনসভা ছিল। সেখানে শেখ হেলাল এ কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ গত ১০ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে। সারা দেশে নৌকার জোয়ার দেখে এখন পাকিস্তানের দোসর জামায়াত-বিএনপিসহ কামালপন্থীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

জনসভায় শেখ হেলাল আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মৃতপ্রায় মোংলা বন্দরকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সচল করেছে।  আওয়ামী লীগকে ভোট না দিলে এ অঞ্চলের সব উন্নয়নকাজ আবারও বন্ধ হয়ে যাবে।

শেখ তন্ময় বলেন, ‘আমাকে ভোট দিন, আপনারা ঠকবেন না। আমি নির্বাচিত হলে সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়ে তুলব। অসমাপ্ত উন্নয়নকাজসহ এ এলাকার যুবকসহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি এখানে নেতৃত্ব দিতে আসি নাই। আমি এসেছি আপনাদের সেবা করতে। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, আপনাদের সেবা করার সুযোগ করে দিন। আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দিন। আপনারা আপনাদের কথা রক্ষা করেন, আমি আমার কথা রক্ষা করব।’