জনগণের আকাঙ্ক্ষা পূরণের কাছাকাছি যাওয়াই লক্ষ্য: দুদকের নতুন চেয়ারম্যান  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
ফাইল ছবি

দুর্নীতি রোধে জনগণের আকাঙ্ক্ষার দূরত্ব যেন কমে আসে, সেই চেষ্টা করা হবে। লক্ষ্য থাকবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণের কাছাকাছি যাওয়ার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এ আশাবাদ ব্যক্ত করেন। আজ বুধবার দায়িত্ব গ্রহণের পর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈনউদ্দীন আবদুল্লাহ এ কথা বলেন।

৮ মার্চ দুদকের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছিলেন, ‘অতৃপ্তি হচ্ছে জন-আকাঙ্ক্ষা অনুসারে হয়তো দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’ এ মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘তিনি কথাটি বলেছিলেন তাঁর প্রেক্ষাপটে। আমাদের চেষ্টা থাকবে জনগণের আকাঙ্ক্ষার দূরত্ব যেন কমে আসে। এসব বিষয় নিয়ে আমরা কমিশনে আলোচনা করব। সিদ্ধান্ত নিয়ে সেটাই আমরা করার চেষ্টা করব।’

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘সবকিছুর একটা পদ্ধতি থাকে। পদ্ধতি ও আইন মেনে যতখানি সুযোগ রয়েছে, সেটা করার চেষ্টা করব। দুর্নীতি দমনের জন্য সুনির্দিষ্ট আইন আছে। আমাদের লক্ষ্য থাকবে সব আইনের প্রয়োগের মাধ্যমে দুর্নীতি রোধ বা নিশ্চিহ্ন করা।’

তিনি আরও বলেন, ‘কোনো কোনো অনুসন্ধান বা তদন্তে দীর্ঘসূত্রতার একটি বিষয় আছে। দীর্ঘসূত্রতা কমিয়ে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে দুদকে অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হবে।’

বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলার তদন্তে দীর্ঘসূত্রতার বিষয়ে প্রশ্নের জবাবে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখব কেন তা শেষ করতে পারেনি। এর বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা অনুসন্ধান করে দেখব, কেন হয়নি।’

এর আগে সকালে দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার জহুরুল হক কর্মস্থলে যোগ দেন। মঈনউদ্দীন আবদুল্লাহ সরকারের সাবেক সিনিয়র সচিব ও জহুরুল হক বিটিআরসির সাবেক চেয়ারম্যান।

দায়িত্ব নিয়ে দুদকের নতুন কমিশনার জহুরুল হক বলেন, ‘দেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে। এটা দেশের জন্য বড় সমস্যা। কমিশন তৎপর থাকবে যাতে কোনো অর্থ পাচার না হয়। আর যেগুলো পাচার হয়েছে সেগুলো ফেরত আনার বিষয়ে আরও কার্যকর প্রক্রিয়া মানা হবে। এ ব্যাপারে হাইকোর্ট কিছু সিদ্ধান্ত দিচ্ছেন। আমাদের কাছে তালিকা চেয়েছেন । আমরা আদলতে তালিকা দেব। হাইকোর্ট যে অ্যাকশন নিতে বলবেন, সেই অ্যাকশন নেব।’