জনপ্রশাসনসচিব হলেন আলী আজম

কে এম আলী আজম
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্পসচিব কে এম আলী আজম।

আলী আজম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ইউসুফ হারুন কয়েক দিনের মধ্যে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।

সচিবদের মধ্যে জনপ্রশাসনসচিবের পদটি গুরুত্বপূর্ণ। এই পদে নতুন নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য এক আদেশে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) বেগম জাকিয়া সুলতানাকে বদলি করে শিল্পসচিব করা হয়েছে।

এ ছাড়া দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

তাঁদের মধ্যে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকারকে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।