রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শনিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় সিটিব্যাংক-আরইউসিসি জব ফেয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে আয়োজিত এ মেলায় প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। ক্লাবের সভাপতি সালেক আহমেদ বলেন, মেলায় অংশগ্রহণকারী কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে অনস্পট চাকরির অফার করবে এবং কিছু প্রতিষ্ঠান পরবর্তী সময়ে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে। এ ছাড়া ক্যারিয়ার উন্নয়নবিষয়ক নয়টি সেমিনার অনুষ্ঠিত হবে।