জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আজ শনিবার র‍্যালির আয়োজন করা হয়
ছবি: আইএসপিআর

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া শান্তিরক্ষীদের অবদান স্মরণ করতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে সেনাকুঞ্জে দিবসটি উপলক্ষে জাতিসংঘ মিশনে নিহত শান্তিরক্ষীদের পরিবার ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে শান্তিরক্ষা মিশনে বিভিন্ন সময়ে নিহত শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সেনাবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এতে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জ্যেষ্ঠতম শান্তিরক্ষী হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আজ শনিবার র‍্যালির আয়োজন করা হয়
ছবি: আইএসপিআর

এর আগে সকাল সোয়া ছয়টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্সে এবং অন্যান্য বিভাগীয় শহরে ‘শান্তিরক্ষী র‍্যালি ২০২১’-এর মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। এই কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক।