জাতীয় পতাকা উত্তোলনের সময় ইউনিফর্মধারীদের যা করতে হবে

ছবি: ফোকাস বাংলা

জাতীয় দিবসগুলোতে পতাকা উত্তোলনের সময় কিছু জেলায় ইউনিফর্মধারী ব্যক্তিরা পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করে জেলা প্রশাসকের সঙ্গে পতাকা উত্তোলন করছেন বলে জানতে পেরেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ জন্য বিধিমালা কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হতে বলেছে তারা।

এ বিষয়ে গত ৩১ ডিসেম্বর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী, জাতীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। যে ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়, সে ক্ষেত্রে একসঙ্গে জাতীয় সংগীত গাইতে হবে। যখন জাতীয় সংগীত বাজানো হয় এবং জাতীয় পতাকা প্রদর্শিত হয়, তখন উপস্থিত সবাই পতাকার দিকে মুখ করে দাঁড়াবেন। ইউনিফর্মধারীরা স্যালুটরত থাকবেন। পতাকা প্রদর্শন না করা হলে, উপস্থিত সবাই বাদ্যযন্ত্রের দিকে মুখ করে দাঁড়াবেন, ইউনিফর্মধারীরা জাতীয় সংগীতের শুরু থেকে শেষ পর্যন্ত স্যালুটরত থাকবেন।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, জেলা পর্যায়ে জাতীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় জেলার কিছু ইউনিফর্মধারী ব্যক্তি বিধি অনুযায়ী জাতীয় পতাকার প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন না করে জেলা প্রশাসকের সঙ্গে পতাকা উত্তোলন করছেন, যা বিধিবহির্ভূত।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে নরসিংদীতে এ রকম ঘটনা ঘটে। এর দুই সপ্তাহ পর মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দিয়ে বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে বলল।