জামালপুরে বৃদ্ধের সঙ্গে শিশুর বিয়ে, ঘটনা তদন্তের নির্দেশ

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৫ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে ১২ বছরের শিশুর বিয়ের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে জামালপুরের জেলা প্রশাসককে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ওই ঘটনা নিয়ে ‘বরের বয়স ৮৫, কনের ১২’ শিরোনামে গত শনিবার (২১ নভেম্বর) একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে আনার পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার মৌখিক এই নির্দেশ দেন।

এই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। পরে আবদুল্লাহ আল মাহমুদ বাশার প্রথম আলোকে বলেন, তিনি নিজে প্রতিবেদনটি আদালতের নজরে আনেন। কেননা, শিশুকে বিয়ে দেওয়া ও গ্রাম্য সালিসে বৃদ্ধাকে দোররা অবৈধ। শুনানি নিয়ে আদালত ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে জামালপুরের জেলা প্রশাসককে মৌখিক নির্দেশ দিয়েছেন। আগামী রোববারের (২৯ নভেম্বর) মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তকাজে জামালপুরের জেলা পুলিশ সুপার ও দেওয়ানগঞ্জ থানার ওসিকে সহযোগিতা করতে বলা হয়েছে।

ওই প্রতিবেদনের ভাষ্য, জামালপুরের দেওয়ানগঞ্জের একটি গ্রামে ৮৫ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে ১২ বছর বয়সী এক শিশুর বিয়ের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের অভিযোগ, গ্রাম্য সালিসে ওই বৃদ্ধের নাতির (১৮ বছর) অনৈতিক কাজের দায় তাঁর দাদার ওপর চাপানো হয়েছে। ওই সালিসে বৃদ্ধকে দোররা মেরে তাঁর সঙ্গে ওই শিশুর বিয়ে দেওয়া হয়।