জামিন পেলেন বরখাস্ত ডিআইজি মিজানুর

বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান
প্রথম আলোর ফাইল ছবি

ঘুষ লেনদেনের মামলায় দণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান দুই মাসের জামিন পেয়েছেন। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের করা ওই মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ রায় দেন। রায়ে মিজানুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানির জন্য গ্রহণ করে ৬ এপ্রিল হাইকোর্ট তাঁর জামিন আবেদন শুনানির জন্য ১৩ এপ্রিল দিন রাখেন। আদালতে মিজানুরের পক্ষে আইনজীবী মাহবুব শফিক ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন।

পরে আইনজীবী মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, অপর আরেকটি মামলায় মিজানুর রহমানের জামিন না হওয়ায় এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। আগামী রোববার আবেদন দাখিল করার সম্ভাবনা রয়েছে।