জিয়া ও খালেদা হত্যার রাজনীতির পথে হেঁটেছেন: তথ্যমন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবিতে করা হকার্স লীগের আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৪ আগস্ট
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুজনই হত্যার রাজনীতির পথে হেঁটেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


জাতীয় প্রেসক্লাবে আওয়ামী হকার্স লীগ ‘জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবি’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।  

‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড দুটি একই সূত্রে গাঁথা’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘দেশি-বিদেশি অপশক্তি ও একাত্তরের পরাজিত শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করেছিল। একইভাবে যারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই ২০০৪ সালে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা করেছিল।’

হাছান মাহমুদ ১৫ আগস্টের ঘটনার মূল কুশীলব খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান উল্লেখ করে বলেন, আর ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল কুশীলব তারেক রহমান।

তথ্যমন্ত্রী বলেন, ‘২১ আগস্টের হত্যাকাণ্ডের জন্য তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর জ্ঞাতসারে, অনুমোদনে তারেক রহমানের পরিচালনায় ওই হামলা হয়েছিল। এ জন্য আজকে যখন দাবি উঠেছে, খালেদা জিয়াকেও হুকুমের আসামি হিসেবে বিচারের আওতায় আনা প্রয়োজন, তখন বিএনপির নেতারা আবোলতাবোল বলা শুরু করেছেন।’