ঝিনাইদহের পাবলিক পার্ক থেকে অবকাঠামো সরাতে নির্দেশ

ঝিনাইদহ পৌরসভা পার্কটির শ্রেণি পরিবর্তন করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়ফাইল ছবি

ঝিনাইদহ মৌজায় সিএস ৭৮৪ নম্বর দাগে ওই পার্ক অবস্থিত। বেলার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

হাইকোর্ট পার্কটির ভেতরে পৌরসভা কর্তৃক বহুতল ভবন নির্মাণ কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। রুলে পাবলিক পার্কের (শিশুপার্ক) স্থানে নির্মাণকাজ রোধে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, সঙ্গে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ। ঝিনাইদহ পৌরসভার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রবিউল আলম।

বেলা জানায়, জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ওই পার্কে হয়ে থাকে। প্রতিদিন দেড় থেকে দুই হাজার ব্যক্তি পার্কে ভ্রমণ করে থাকেন। ঝিনাইদহ পৌরসভা পার্কটির শ্রেণি পরিবর্তন করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়। পার্কে থাকা শিশুদের খেলার সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। বুলডোজার দিয়ে গাছ উপড়ে ফেলে মাটি ভরাট করা হয় বলে গণমাধ্যমে খবর হয়। এমন প্রেক্ষাপটে এলাকাবাসী পার্কটি রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এতে প্রতিকার না পেয়ে বেলা বরাবর আইনগত সহায়তা চেয়ে আবেদন করলে বেলা ২০১৯ সালের ৭ নভেম্বর রিটটি করে।