টিকা প্রদানসহ চার দফা দাবিতে সিলেটে প্রবাসীদের মানববন্ধন
অবিলম্বে করোনাভাইরাসের টিকা প্রদানসহ চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। আজ রোববার দুপুরে নগরের উপশহর এলাকায় সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সিলেটে বসবাসরত মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা শতাধিক প্রবাসী এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করেন মানববন্ধনকারী ব্যক্তিরা। ২১ দিনের মধ্যে দুই ডোজ টিকা প্রদান, করোনায় দেশে আটকে থাকা প্রবাসীদের সরকারি উদ্যোগে কর্মস্থলে ফেরত পাঠানো, প্রত্যেক প্রবাসীর জন্য কোয়ারেন্টিন বাবদ ২৫ হাজার টাকা প্রদান এবং যেসব দেশে বিমান যোগাযোগ বন্ধ আছে, সেগুলো অতিসত্বর চালুর দাবি জানান তাঁরা।
মানববন্ধন কর্মসূচিতে সৌদি আরবপ্রবাসী জামাল আহমদ, ওমানপ্রবাসী মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তৃতায় প্রবাসীরা বলেন, সরকার করোনার টিকাদান শুরু করলেও প্রবাসীদের টিকাদানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখন তাঁরা কাজে ফিরতে পারছেন না।
তবে অনেকে দেশে টিকা নেওয়া ও বাধ্যতামূলক কোয়ারেন্টিন গ্রহণ সাপেক্ষে কর্মীদের পুরোনো কাজে ফেরত নিচ্ছে বলে দাবি তাঁদের। টিকার সংকট ও টিকাদানের ক্ষেত্রে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন না থাকায় এই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।