ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা, তোপের মুখে ম্যাজিস্ট্রেট

রাজশাহী জেলা
রাজশাহী জেলার ম্যাপ

ট্রেড লাইসেন্সবিহীন দোকানে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে ব্যবসায়ী সমিতির নেতা ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রেড লাইসেন্সবিহীন দোকানে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সাহেববাজারে অভিযান চালানোর সময় কাপড়পট্টির ‘কুমকুম শাড়ি ঘর’ নামের একটি দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় দোকানমালিককে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর ‘হৃদয় হ্রদি বস্ত্র বিতান’ নামের আরেকটি দোকানে ট্রেড লাইসেন্স দেখতে গেলে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে অন্য দোকানমালিক ও কর্মচারীরা একজোট হয়ে ম্যাজিস্ট্রেট ও তাঁর সঙ্গে থাকা পুলিশের গাড়ি ঘেরাও করেন। তখন ব্যবসায়ীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে উত্তেজিত ব্যবসায়ীরা প্রায় মারমুখী হয়ে ওঠেন। পরে বাজার মালিক সমিতির নেতারা ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, মূলত উচ্ছেদ অভিযান চালিয়ে ফেরার সময় তিনি কয়েকটি দোকানের ট্রেড লাইসেন্স যাচাই করে দেখছিলেন। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কারণে কয়েকটি দোকানে তিনি ৩০ হাজার টাকা জরিমানা করেন। এতে ব্যবসায়ী উত্তেজিত হয়ে ওঠেন। তাঁর মনে হয়েছে, কয়েকজন ব্যবসায়ী মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরাই উত্তেজনা ছড়িয়েছেন।
বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘বাজারে একটু সমস্যা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’