ঠাকুরগাঁও পৌর এলাকাতেই আছেন আ.লীগ নেত্রী মাহমুদা

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম
ছবি: সংগৃহীত

‘নৌকায় ভোট না দিলে এলাকা ছাড়তে হবে’ বলে প্রকাশ্য সভায় হুমকি দিয়েছেন। এরপর বিধি ভেঙে গতকাল পর্যন্ত দলবল নিয়ে ঠাকুরগাঁও পৌর এলাকার ভেতরেই অবস্থান করছেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। প্রথম আলোর প্রতিবেদক আবাসিক হোটেলে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। কিন্তু স্থানীয় প্রশাসন বলছে, তারা কিছু জানেন না।

ঠাকুরগাঁও পৌর নির্বাচনে এক প্রচারণা সভায় গত বুধবার মাহমুদা বলেন, ‘সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যাঁরা নৌকায় ভোট দিতে না চান, ১৩ তারিখ সন্ধ্যার পরে আপনাদের চেহারা এলাকায় দেখতে চাই না। কোথায় যাবেন আমি জানি না। তবে ঠাকুরগাঁওয়ে থাকতে পারবেন না। যাঁরা নৌকায় ভোট না দেবেন, তাঁরা ঠাকুরগাঁও থেকে বিদায় নেবেন।’ তিনি বলেন, ‘আমরা পাহারাদার হিসেবে আছি। আমরা ঠাকুরগাঁও থেকে যাব না। নৌকা নিয়েই তবে আমরা ঢাকা ফিরে যাব।’

শুক্রবার দিবাগত রাত ১২টায় নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। বিধি অনুযায়ী এরপর নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ হলেও তিনি তাঁর দলের নেতা-কর্মী নিয়ে শহরে অবস্থান করছেন।

আরও পড়ুন

২০২০ সালের ১২ ডিসেম্বর জারি করা ১০ নম্বর পরিপত্রে কিছু নির্দেশনা দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। সেখানে ৫ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ নির্বাচন প্রভাবমুক্ত নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে যাঁরা পৌরসভা এলাকার বাসিন্দা ভোটার নন, তাঁরা পৌরসভা এলাকায় থাকতে পারবেন না।

চতুর্থ ধাপে আজ ঠাকুরগাঁও পৌরসভায় ভোট। এখানে নৌকার প্রার্থী আঞ্জুমান আরা বেগম মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য। এ কারণে তাঁর পক্ষে প্রচারণা চালাতে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন ও সম্পাদক মাহমুদা বেগম তাঁদের দলের নেতা-কর্মীদের নিয়ে কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ে রয়েছেন। জারি করা পরিপত্র অনুযায়ী গতকাল দিবাগত রাত ১২টার পর থেকে পৌর এলাকায় তাঁদের অবস্থান করার কথা নয়।

সাফিয়া খাতুন পৌর এলাকার বাইরে একটি রিসোর্টে উঠলেও মাহমুদা বেগম ওঠেন পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার রাধা উষা নামে একটি আবাসিক হোটেলে। সেখানে অবস্থান করলেও হোটেলের খাতায় নিবন্ধন করেননি। ওই হোটেলে থেকে তিনি আজ শনিবার শহরের বিভিন্ন এলাকা তিনি ঘুরে বেরিয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, রোববার ভোটের সময় তিনি এখান থেকেই শহরের ভোটকেন্দ্র পরিদর্শনে যাবেন। মাহমুদার অবস্থানের বিষয়ে স্থানীয় নেতা-কর্মীরা সব জানলেও কিছু জানেন না নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা (জেলা নির্বাচন কর্মকর্তা) জিলহাজ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, প্রচারণায় অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এখন পৌর এলাকার বাইরের এক রিসোর্টে অবস্থান করছেন। পৌর এলাকার আবাসিক হোটেলে তাঁদের কারও অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’

মাহমুদা বেগমের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে আজ বিকেল পাঁচটার দিকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। মাহমুদা বেগম এই প্রতিবেদককে জানান, তিনি রাধা উষা নামের একটি আবাসিক হোটেলে আছেন। সে সময় তাঁর সঙ্গে এই প্রতিবেদক কথা বলতে চাইলে তিনি তাঁকে (প্রতিবেদক) সেখানে যেতে অনুরোধ করেন। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী প্রতিবেদককে সেখানে নিয়ে যান। সেখানে গিয়ে দেখা যায়, মাহমুদা বেগম আর মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পাশাপাশি কক্ষে অবস্থান করছেন। তাঁরা ছাড়াও আরও কয়েকজন নারীনেত্রীকে সেখানে দেখা গেছে।

পরিপত্র অমান্য করে ঠাকুরগাঁওয়ে অবস্থান সম্পর্কে জানতে চাইলে মাহমুদা বেগম বলেন, ‘নির্বাচনে কয়েক দিন প্রচারণা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। তাই বিশ্রাম নিতে এখানে আছি। এখানে থাকলেও নির্বাচনী প্রচার চালাচ্ছি না।’

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পথসভায় বলেছেন, তাঁরা নৌকা না নিয়ে ঠাকুরগাঁও থেকে যাবেন না। এখন শুনছি তাঁরা শহরেই অবস্থান করছেন। আর বিষয়টি জেনেও না জানার ভান করছে প্রশাসন।