ডাকের ডিজির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

সুধাংশু শেখর ভদ্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখাকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৯ নভেম্বর দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ পরিদর্শককে এ চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ পুরোপুরি বাস্তবায়ন না করে শতকোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, সুধাংশু শেখর ভদ্র দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি যাতে বিদেশ যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া আবশ্যক।

একই চিঠিতে রাবেয়া খাতুন নামের এক নারীর বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে এই নারীর পরিচয় দেওয়া হয়নি।
বিভিন্ন অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে গত নভেম্বরে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এর আগে ‘শতকোটি টাকা আত্মসাতের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এ ছাড়া করোনা পজিটিভ হওয়ার পরও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেও সমালোচনার মুখে পড়েন সুধাংশু শেখর ভদ্র। গত ১৪ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচনের উদ্বোধনী কাজে গণভবনে যান সুধাংশু শেখর ভদ্র।

ওই দিনও তিনি করোনা পজিটিভ ছিলেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ আগস্ট আইইডিসিআর করোনা পরীক্ষার জন্য সুধাংশু শেখর ভদ্রের নমুনা সংগ্রহ করে এবং ১৩ আগস্ট সন্ধ্যায় ওই রিপোর্ট তাঁকে প্রদান করে। যে রিপোর্ট অনুযায়ী তাঁর করোনা পজিটিভ ছিল। কিন্তু ওই রিপোর্টের তথ্য গোপন করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন।

আরও পড়ুন