ডিআইজি প্রিজনস পার্থ গোপালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পার্থ গোপাল বণিক
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালত সূত্র বলছে, এই মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে ৩১ আগস্ট। পার্থ গোপাল বণিক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।


গত বছরের ২৮ জুলাই রাজধানীর ভূতের গলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালায় দুদক। অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদকের একটি দল। তবে বাসা থেকে জব্দ ৮০ লাখ টাকা তাঁর নিজের বলে আদালতের কাছে দাবি করেন। বেতন-ভাতার টাকা জমিয়ে এই টাকা হয়েছে তাঁর।

দুদক সূত্র বলছে, ডিআইজি পার্থ কলাবাগানে যে বাসায় থাকেন, সেটি তাঁর শাশুড়ি মঞ্জু সাহার নামে কেনা। পার্থর দাবি, বাড়িটি তাঁর শ্যালিকা কিনে দিয়েছেন। তবে ফ্ল্যাট বাড়িটির মালিক দুদককে নিশ্চিত করেছেন, বাড়িটি কিনেছেন ডিআইজি নিজেই। সূত্র জানায়, ডিআইজি প্রিজনস পার্থর পরিবার যে গাড়ি ব্যবহার করে, সেটি তাঁর এক বন্ধুর নামে কেনা। আর নিকেতনে একটি ফ্ল্যাট আছে পার্থর মায়ের নামে। দুদকের অভিযানের শুরুতে জব্দ করা টাকার মধ্যে ৩০ লাখ টাকাও তাঁর শাশুড়ির বলে দাবি করেছিলেন ডিআইজি। ব্যাংক থেকে উঠিয়ে সেগুলো বাসায় রাখা হয়েছে বলে দাবি করা হলেও এ-সংক্রান্ত কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।


মামলার এজাহারে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে বৈধ পারিশ্রমিকের অতিরিক্ত হিসেবে ঘুষ গ্রহণ করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন, অর্থের অবস্থান গোপন ও পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়।

পার্থ গোপাল বণিকের বাসা থেকে টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে শুরুতেই ভাবনায় ছিল না দুদকের। তাদের কাছে তেমন তথ্যও ছিল না। দুদক তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করেছিল। দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে নিজের কথাতেই ধরা পড়ে যান পার্থ গোপাল বণিক। অনুসন্ধান দল নিশ্চিত হয়ে যায় তাঁর বাসায় টাকা থাকার বিষয়ে। তারপরই রাজধানীর কলাবাগান থানা এলাকার ভূতের গলির একটি বাড়ির সাততলায় পার্থ গোপাল বণিকের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।


দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পার্থ গোপাল বণিক বলেন, ব্যাংকে তাঁর কোনো টাকা নেই। দুদকের কাছে থাকা কাগজপত্রে সেটার সত্যতা পাওয়া যায়। তখন তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর টাকা কোথায় রাখা আছে। তিনি জানান, একটি ব্যাংকের ভল্টে রাখা আছে। দুদক দল সেখানে গিয়ে যাচাই করার কথা বললে তিনি তখন কথা ঘুরিয়ে নেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর বাসাতেই টাকা আছে। শুরুতে ২০ বা ৩০ লাখ টাকার কথা বললেও একপর্যায়ে ৮০ লাখ টাকা বাসায় গচ্ছিত আছে বলে স্বীকার করেন।

পার্থ গোপালের তথ্য অনুযায়ীই দুদক দল তাঁর বাসায় গিয়ে ওই টাকা উদ্ধারের সিদ্ধান্ত নেয়। দীর্ঘ দুই ঘণ্টার নানা টানাপোড়েনের পর বাসার দরজা খুলে দেন পার্থর চিকিৎসক স্ত্রী রতনমনি সাহা। ঘরে ঢুকেই বাসার ড্রয়িংরুমের দক্ষিণ পাশের শোয়ার ঘরের দেয়াল কেবিনেট থেকে গামছার ভেতরে থাকা হলুদ গেঞ্জি দিয়ে মোড়ানো একটি প্যাকেট বের করে দেন। এরপর ডিআইজি প্রিজন তাঁর স্ত্রীর কাছে আরেকটি প্যাকেটের বিষয়ে জানতে চান। তাঁর স্ত্রী সে রকম কোনো প্যাকেট নেই বলে জানান। পরে জানা যায়, ওই প্যাকেটই তিনি পাশের ভবনের ছাদে ফেলে দিয়েছিলেন।


পার্থ গোপাল বণিক আদালতের কাছে দাবি করেন, তাঁর বাসা থেকে দুদক যে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে, সেটা তাঁর নিজের। এই টাকা বেতন-ভাতার। আদালত তখন তাঁর কাছে এ টাকার উৎস জানতে চান। জবাবে পার্থ বলেন, ৩৯ লাখ তাঁর সঞ্চয়পত্রের টাকা। এই টাকা তিনি পোস্ট অফিস থেকে তুলেছেন। আদালত তখন জানতে চান, এই টাকা আপনি কি আপনার আয়কর বিবরণীতে দেখিয়েছেন? জবাবে পার্থ বণিক বলেন, এই টাকা আয়কর বিবরণীতে দেখানো হয়নি। তাঁর আইনজীবী ভুলবশত এ টাকা আয়করে দেখাননি।

পার্থ গোপাল বণিকের আইনজীবী আবদুর রহমান হাওলাদার আদালতকে বলেন, দুদক যে ৮০ লাখ টাকা জব্দ করেছে, তা পার্থ বণিকেরই। এই টাকা সম্পূর্ণ বৈধ। পার্থ বণিকের ৩৯ লাখ ৩৩ হাজার টাকা বৈধ। বাকি টাকা তাঁর মা ও শাশুড়ির সঞ্চয়পত্রের টাকা। বৈধ এই টাকা ফ্ল্যাট কেনার জন্য রাখা হয়েছিল। তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করেছে দুদক।


দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, দুদক পার্থ গোপাল বণিকের বাসা থেকে যে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে, তা ঘুষের টাকা, অবৈধভাবে উপার্জিত টাকা। পার্থ গোপাল বণিক একজন সরকারি কর্মকর্তা। তাঁর বছরে আয় ৬ লাখ ৮৭ হাজার টাকা। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। তল্লাশি চালিয়ে তাঁর বাসা থেকে অবৈধভাবে উপার্জিত ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করা হয়। সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন তিনি।