চুয়াডাঙ্গায় তথ্য বাতায়ন, ই-ফাইল, ই-মোবাইল কোর্ট ও ডিজিটাল সেন্টারের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। এতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি, রাজনৈতিক দল ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।