ডিজিটাল পেমেন্ট চালু করেছে ‘ওভাই’

ফাইল ছবি

গাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ওভাই’ ডিজিটাল পদ্ধতিতে ভাড়া দেওয়ার সুবিধা চালু করেছে। এখন থেকে বিকাশ ও ভিসা কার্ডের মাধ্যমে ভাড়া প্রদান করা যাবে ‘ওভাই’ সেবায়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ ও ভাংতি টাকার ঝামেলা এড়াতে বিকাশের মাধ্যমে ভাড়া প্রদানের সুবিধা বৃহস্পতিবার থেকেই চালু হয়েছে। ওভাই সলিউশন্স লিমিটেডের হেড অব ফিন্যান্স আজিজুর রহমান বলেন, যাত্রী ও চালকদের নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুভব করেই ‘কন্ট্যাক্টলেস পেমেন্ট’ বেছে নেওয়া হয়েছে।

বিকাশের সহজ ও নিরাপদ তাৎক্ষণিক পেমেন্ট পদ্ধতি ওভাই-এর যাত্রী ও চালকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে বলে জানান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

ওভাই জানিয়েছে, রাইড নেওয়া বিকাশ গ্রাহকদের জন্য বিভিন্ন ছাড় থাকবে। এ ছাড়া চালকেরা দ্রুত নিজেদের আয় হাতে পেয়ে যাবেন।