ডুবে যাওয়া লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা, ডুবল লবণের নৌকা

নৌকাডুবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লবণবাহী নৌকা ডুবে গেছে। চট্টগ্রাম বন্দরের মাঝিরঘাট এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।

গত ১৩ জুন এমভি রুহুল আমিন খান নামে পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে লবণবাহী নৌকাটি ডুবে যায়।

নৌ পুলিশ সূত্র জানায়, ডুবে যাওয়া লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে গতকাল রাতে মাঝিরঘাট এলাকায় ডুবে যায় লবণের নৌকাটি। ওই সময় নৌকার পাঁচজন মাঝিমাল্লা তীরে উঠতে সক্ষম হন। নৌকাটি কক্সবাজারের পেকুয়া থেকে লবণ নিয়ে চট্টগ্রাম শহরে আসে। লবণ খালাস করে চলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া লবণের নৌকাটির মালিক মো. আতিক বলেন, ‘লবণ খালাস করে চলে যাওয়ার সময় আমাদের নৌকাটি ডুবে যায়। তবে পাঁচজন মাঝিমাল্লা নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।’

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি, হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। সকালে ডুবুরি নামিয়ে নৌকার অবস্থান চিহ্নিত করা হবে। ডুবন্ত জাহাজের ধাক্কা লেগেই নৌকাটি ডুবে যায়।’