ডেঙ্গু ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৮৭ জন

ডেঙ্গু
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৭৯ জন এবং ঢাকার বাইরে ৮ জন ভর্তি হয়েছেন।

আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মোট ৯৭৮ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৪০ রোগী এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালগুলোয় ৩৮ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ১৮২ জন। এই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২০০ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেছে, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।