ডেঙ্গু হচ্ছে, প্রস্তুতি নিতে হাসপাতালগুলোকে চিঠি

ফাইল ছবি
ফাইল ছবি

করোনাভাইরাসের পাশাপাশি হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

গত ১৩ এপ্রিল রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালন শাহনীলা ফেরদৌসী দেশের সব কটি জেলার সিভিল সার্জনকে এই চিঠি পাঠান। এতে তিনি বলেন, ডেঙ্গু রোগের মৌসুম শুরু হয়ে গেছে। বর্ষা মৌসুম
শুরুর আগেই ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে তিনি ডেঙ্গু কর্নার চালু করারও নির্দেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসকদের আরও বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীর লক্ষণ কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সঙ্গে মিলে যায়। তাই করোনা শনাক্ত না হলে অবশ্যই ডেঙ্গু জ্বরের পরীক্ষার জন্য ব্যবস্থাপত্রে উল্লেখ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের হিসেবে গত ২৪ ঘণ্টায় ছয়জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।