ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে ৪০ জনের মৃত্যু

ডেঙ্গু
ডেঙ্গু

ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যানে কিছুটা পরিবর্তন এনেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা বলছে, ডেঙ্গুতে ২২৪টি মৃত্যুর তথ্য তাদের কাছে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। এই বছর এ পর্যন্ত ঢাকা মেডিকেল থেকে ৪০টি মৃত্যুর তথ্য পেয়েছে আইইডিসিআর। 

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ১২৬টি মৃত্যুর ঘটনা আইইডিসিআরের মৃত্যু পর্যালোচনা কমিটি পর্যালোচনা করেছে। এর মধ্যে ৭৫টি মৃত্যু ডেঙ্গুতেই হয়েছে বলে কমিটি নিশ্চিত করেছে।

এদিকে প্রথম আলোর কাছে হাবিবুর রহমান প্রামাণিক (৫৫) নামের আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর এসেছে। এ নিয়ে প্রথম আলোর হিসাবে এ বছর ডেঙ্গুতে ২২৮ জনের মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা গ্রামের ছেকেন প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান প্রামাণিক গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাবিবুরের চাচাতো ভাই ফরিদ আহমেদ প্রথম আলোর প্রতিনিধিকে বলেন, গত সপ্তাহে হাবিবুরের জ্বর হয়েছিল।