ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়ক: ২০ মিনিটের পথ যেতে ২ ঘণ্টা

ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কে টাঙ্গাইল শহর পার হওয়ার পরেই প্রতিদিন যানজট হচ্ছে। কালিহাতীর এলেঙ্গায় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় এক মাস ধরে নিয়মিতভাবে এ পরিস্থিতির সৃষ্টি। এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে সেতুতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যানজট অনেক বেড়ে গেছে। ২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে দুই ঘণ্টারও বেশি।

সড়ক ও জনপথ (সওজ) সূত্র জানায়, জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়েছে। চার লেনের পর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের তিন শ মিটার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এ সড়ক সম্প্রসারণের কাজ এক মাস আগে শুরু হয়েছে। সেই থেকে নিয়মিত যানজট হচ্ছে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়।

ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, এলেঙ্গায় এই তিন শ মিটার এলাকায় এক লেনে যানবাহন পারাপার করতে হচ্ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে এবং ঢাকার দিকে উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার যানজট লেগে থাকছে।

এলেঙ্গার এই যানজটের সঙ্গে নতুন করে যোগ হয়েছে ঘন কুয়াশা। এ কারণে রাতে যানবাহনকে সেতু এলাকায় ধীরগতিতে চলতে হচ্ছে। কুয়াশার কারণে কোনো কোনো সময় সেতুতে টোল আদায় বন্ধ রাখতে হচ্ছে। এতে কখনো কখনো যানজট সেতু থেকে ৫–১০ কিলোমিটার ছাড়িয়ে যায়। এলেঙ্গার যানজটের পর কিছু দূর এগিয়ে গেলেই সেতুর যানজটে পড়তে হচ্ছে। অনেক সময় যানজট সেতু থেকে এলেঙ্গা হয়ে টাঙ্গাইল সদরের রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার চলে আসে।

গতকাল সোমবার সকালে টাঙ্গাইল শহর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সরেজমিন দেখা যায়, কালিহাতীর পৌলী থেকে এলেঙ্গা পর্যন্ত চার কিলোমিটার সড়কজুড়ে যানজট। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পরও বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের তিন কিলোমিটার জট লেগে আছে। একই অবস্থা দেখা যায় সেতু এলাকায় গিয়ে। সেতু থেকে পাঁচ কিলোমিটার যানজট লেগে আছে।

গাজীপুর থেকে বগুড়াগামী ট্রাকচালক হজরত আলী জানান, টাঙ্গাইল শহর বাইপাস পার হয়ে কিছু দূর এগিয়েই যানজটে পড়েন তিনি। সেই জট ছাড়িয়ে এসে আবার পড়েছেন সেতুর কাছে জটে। স্বাভাবিক অবস্থায় যে পথ পাড়ি দিতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে, সেই পথ পার হতে সময় লেগেছে দুই ঘণ্টারও বেশি।

সেতুর গোল চত্বরের কাছে যানজটে আটকা পড়া বাসের অনেক যাত্রী নেমে দেখছিল জটের অবস্থা। রাজশাহীর জাহাঙ্গীর আলম বলেন, এ সড়ক এখন যানজটের মহাসড়কে পরিণত হয়েছে। সেতু এলাকা ও এলেঙ্গায় যানজটে পড়ে দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, এলেঙ্গায় সড়ক সম্প্রসারণকাজ চলার জন্য এবং কুয়াশার কারণে রাতে যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় এই যানজট হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের ভ্রাম্যমাণ দল কাজ করছে।