ঢাকায় জেএসসিতে ফেল থেকে জিপিএ-৫ দুজনের

ঢাকা শিক্ষাবোর্ডের অধীন এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দুই শিক্ষার্থী প্রথমে ফেল করলেও পুনর্নিরীক্ষণে একেবারে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়াও মোট ৩১৩ শিক্ষার্থী নতুন করে জিপিএ–৫ পেয়েছে।

আজ বুধবার পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, তাদের বোর্ডে এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৩৯ হাজার ৫০৩ জন। এর মধ্যে এক হাজার ২০৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এতে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮২ দশমিক ৭২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।