ঢাকায় বৈঠকে বসেছেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবেরা

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেছেন দুই নিকট প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবেরা।
ছবি: সংগৃহীত

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনায় বসেছেন।

আজ দুপুর ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দুই নিকট প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যকার বৈঠকটি শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।

দুই দিনের সফরে আজ সকালে ঢাকায় আসেন হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান তিনি। ঢাকায় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, হর্ষ বর্ধন শ্রিংলা আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিন কাল বুধবার ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিনই তিনি দিল্লি ফিরে যাবেন।

এ কে আব্দুল মোমেন গত রাতে মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন। ওই সফরের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৈত্রী দিবস উদ্‌যাপনের এক দিন পর ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সহযোগিতার ব্যাপকতর বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ পাবেন। হর্ষ বর্ধন শ্রিংলার এ সফর ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরের প্রস্তুতিতে সহায়ক হবে।

ভারতের পররাষ্ট্রসচিবের সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত মার্চে দুই দেশ অনেক বিষয়ে একমত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। এবার পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বিষয়গুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ থাকবে ঢাকার পক্ষ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে কুশিয়ারা নদীর খনন ও সংস্কার, করোনার টিকা সরবরাহ, বাণিজ্য–বৈষম্যসহ অন্যান্য অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে।

গত ২৬ মার্চের পর চলতি বছর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর। ওই সময় তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।