ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন ঢাকায় একপশলা বৃষ্টি হতে পারে।
ফাইল ছবি

রাজধানীর মানুষ কিছুটা স্বস্তিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করতে পারবেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বুধবার ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোয় ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঈদের দিন ঢাকায় সকালে সামান্য সময়ের জন্য একপশলা বৃষ্টি আসতে পারে। আর সারা দিন আকাশে মেঘ ও রোদের লুকোচুরি চলতে পারে। সন্ধ্যার দিকে আরেক দফা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অল্প সময়ের জন্য স্থায়ী হতে পারে। মেঘের কারণে রোদের তেজ কম থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বাসস জানায়, দুদিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাক্ষিক বন্যা পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিন দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার অধিবাসীদের জন্য কিছুটা খারাপ খবর আছে। উজানে বৃষ্টি বেড়ে যাওয়ায় এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে আসা নদী তিস্তা ও ধরলার পানি বাড়তে শুরু করেছে। আজকের মধ্যে ওই দুই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।