ঢাবি ক্যাম্পাসে গভীর রাতে আগুনে পুড়ল তিনটি গাছ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের তিনটি কড়ই গাছ আগুনে পুড়েছে৷ ছবি: আসিফ হাওলাদার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের তিনটি কড়ই গাছ আগুনে পুড়েছে৷ ছবি: আসিফ হাওলাদার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের তিনটি কড়ই গাছ আগুনে পুড়েছে৷ শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে গাছ তিনটিতে ছড়িয়ে পড়ে৷ তিনটি গাছের নিচেই জড়ো করে রাখা ছিল শুকনো পাতা ও ডালপালা রাতে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস৷

গাছ তিনটির নিচে জড়ো করে রাখা শুকনো পাতা ও ডালপালা থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন মল চত্বরের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নৈশপ্রহরীরা৷ফায়ার সার্ভিসের ধারণা, রাতে যাঁরা ক্যাম্পাসের এলাকাগুলো ঝাড়ু দেন, তাঁদের কেউ শুকনো ডাল ও পাতাগুলোতে আগুন জ্বালিয়ে রেখে গিয়েছিলেন সেখান থেকেই গাছে আগুন লেগে থাকতে পারে৷

প্রত্যক্ষদর্শী কলাভবনের নৈশপ্রহরী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, রাত পৌনে চারটার দিকে কলাভবন এলাকা থেকে তাঁরা মল চত্বরের গাছে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাকের স্টেশন অফিসার অনয় ঘোষ প্রথম আলোকে বলেন, 'শুক্রবার দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে ফোন পেয়ে আমরা মল চত্বরে ছুটে আসি৷ আমাদের দুইটি ইউনিটের চেষ্টায় সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ রাতে যাঁরা ক্যাম্পাসের এলাকাগুলো ঝাড়ু দেন, তাঁদের কেউ শুকনো ডাল ও পাতাগুলোতে আগুন জ্বেলে রেখে গিয়েছিলেন৷ সেখান থেকেই গাছে আগুন লেগে থাকতে পারে বলে আমাদের ধারণা৷'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের তিনটি কড়ই গাছ আগুনে পুড়েছে৷ ছবি: আসিফ হাওলাদার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের তিনটি কড়ই গাছ আগুনে পুড়েছে৷ ছবি: আসিফ হাওলাদার

আগুন লাগার পেছনে ঝাড়ুদারদের জড়িত করে ফায়ার সার্ভিস যে ধারণা করছে, তা সঠিক নয় বলে দাবি করেন কলাভবনের নৈশপ্রহরীরা৷ কলাভবনের নৈশপ্রহরী সুশীল রায় প্রথম আলোকে বলেন, যে সময়টিতে গাছে আগুন লেগেছে, এই সময়ের অনেক পরে ঝাড়ুদারেরা এই এলাকায় ঝাড়ু দিতে আসেন৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীও নিশ্চিত নন যে কে বা কারা গাছে আগুন লাগিয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশের প্রতি সবাইকে যত্নশীল থাকার আহ্বান জানিয়েছেন তিনি৷