ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ৪ শিক্ষার্থী ডিরেক্টরস অ্যাওয়ার্ড পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চার শিক্ষার্থী ডাইরেক্টরস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চার শিক্ষার্থী ডাইরেক্টরস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চার শিক্ষার্থী ডাইরেক্টরস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাঁরা এ অ্যাওয়ার্ড পেলেন।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

ডাইরেক্টরস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মুহাম্মদ ইহসান-উল-কবির (এমএসএস-২০১৭), ফারিহা কাদির ও মো. মাহফুজুর রহমান (এমএসএস-২০১৭) এবং আশরাফুল কিবরিয়া (বিএসএস-২০১৮)।

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

এ ছাড়া বিভাগীয় অধ্যাপক ও এই ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. সৈয়দ আব্দুল হামিদসহ অন্য শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।