তারা আমাদের কী মানবাধিকার শেখাবে: প্রশ্ন প্রধানমন্ত্রীর

চলমান বন্যা পরিস্থিতি এবং আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রশ্নের জবাব দেন
ছবি: পিআইডি

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্টো প্রশ্ন রেখেছেন, ‘তারা কী মানবাধিকার শেখাবে?’ তাদের নিজেদের দেশেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে ‘আমাদের অর্থনীতি’ পত্রিকার সম্পাদক মাসুদা ভাট্টি বলেন, ‘বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে বাগে আনার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে মানবাধিকার। প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশের সামনে মানবাধিকারকে সমুন্নত রেখে বাংলাদেশকে আরও ওপরের জায়গায় নিয়ে যাওয়ার জন্য পদ্মা সেতুর মতো কি সিদ্ধান্ত নিচ্ছেন?’ আগামী নির্বাচন ঘিরে পশ্চিমা চাপ, বিশেষ করে মানবাধিকার প্রশ্নে চাপ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চান এই সাংবাদিক।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ কোনো চাপের মুখে নতি স্বীকার করেনি। কখনো করবেও না। মানবাধিকার আমাদের শেখাতে আসবে কারা? যারা খুনিদের আশ্রয় দেয়? যে দেশে প্রতিনিয়ত স্কুলের শিক্ষার্থী মারা যায়? রাস্তাঘাটে পুলিশ পাড়ায়ে মেরে ফেলে? তারা আমাদের কী মানবাধিকার শেখাবে? হ্যাঁ, তারা একটা কথা উঠাবে। আমাদের দেশে কিছু লোক নাচবে। কিন্তু আমাদের যে আত্মবিশ্বাস আছে, সে আত্মবিশ্বাস নিয়ে চলব। জনগণের শক্তি নিয়ে চলব।’