ত্রাণের কমিটি থেকে আ.লীগ নেতার পদত্যাগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি ত্রাণ কমিটির সদস্য পদ থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন ইস্তফা দিয়েছেন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ত্রাণ কমিটির সভাপতির কাছে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। তাঁর অভিযোগ, ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে।

মোতায়েম হোসেন বলেন, ‘ইউএনওর টেলিফোন পেয়ে ১০ মে উপজেলা ত্রাণ কমিটির সদস্য হিসেবে সভায় যোগ দিই। সভায় এ পর্যন্ত যাঁদের ত্রাণ দেওয়া হয়েছে, তাঁর তালিকা দেখতে চাইলে ইউএনও দেখানো যাবে না বলে জানান। তাই কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বিভিন্ন ইউনিয়নে ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ১০ থেকে ১২ কেজি করে দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। এ বিষয়ে জানতে তিনি প্রায় এক মাস আগে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। সে আবেদনও ফেরত দেওয়া হয়েছে। এমনকি তাঁর সুপারিশ করা হতদরিদ্র ব্যক্তিদের কাউকে ত্রাণ দেওয়া হয়নি। সরকারের এসব ত্রাণ দিয়ে প্রশাসনের সহযোগিতায় অনেক নেতা আগাম নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

জানতে চাইলে মো. নাহিদ হাসান আজ বৃহস্পতিবার বলেন, ‘বর্তমানে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে করোনার কারণে কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে সরাসরি নগদ অর্থ দেওয়া হচ্ছে। এ কার্যক্রমে মোতায়েম হোসেনের কিছু সুপারিশ ছিল। কিন্তু স্থানীয় সাংসদের পরামর্শে আমরা যে তালিকা করেছি, সেখানে মোতায়েম হোসেনের দেওয়া নাম রাখা সম্ভব হয়নি। সে জন্য হয়তো তিনি ক্ষোভে এ চিঠি দিয়েছেন। বিষয়টি তাঁরা তদন্ত করে দেখবেন। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’