থালা ধুতে গিয়ে মা দেখেন ছেলের মরদেহ ভাসছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সদর ইউনিয়নের বটতলীয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. খলিল। সে ওই এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে।

খলিলের মা তসলিমা বেগম বলেন, অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল তাঁর ছেলে। ওই সময় তিনি ঘরের ভেতরে কাজ করছিলেন। কখন যে খলিল পুকুরে পড়ে গেছে কেউ টের পায়নি। থালাবাসন ধুতে গিয়ে তিনি দেখতে পান তাঁর ছেলের মরদেহ পুকুরে ভাসছে। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে ছেলেকে উদ্ধার করে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নেন।

বেসরকারি হাসপাতালটির প্রধান ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুজিবুর রহমান বলেন, শিশুটি হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে। সম্ভবত পুকুরে পড়ার পরপরই শিশুটির মৃত্যু হয়।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হক পুকুরে ডুবে শিশু খলিলের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।