থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফাঁকা রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। রাস্তার পাশে থামিয়ে রাখা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান মো. নূরুজ্জামান (৩৮) নামে একজন ওষুধ ব্যবসায়ী। আজ মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার পলাশী-বাগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে। তিনি যশোর শহরের জেল সড়কে রংধনু ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের স্বত্বাধিকারী ছিলেন। একই সঙ্গে ব্যক্তি মালিকানাধীন বন্ধন ক্লিনিকের মালিকানার অংশীদার ছিলেন। এ ছাড়া স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন নূরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নূরুজ্জামান মোটরসাইকেলে চালিয়ে মনিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। সদর উপজেলার পলাশী-বাগেরহাট এলাকায় যশোর-রাজগঞ্জ সড়কের পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে থামিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নূরুজ্জামানের।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তাসমীম আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হবে না।