দক্ষতা বৃদ্ধিতে উত্তরণ অ্যাপের যাত্রা

রাজধানীর একটি হোটেলে কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে উত্তরণ নামে একটি অ্যাপের উদ্বোধন হয়
ছবি: সংগৃহীত

চাকরির বাজারে তরুণদের দক্ষতা বাড়াতে ও সফটস্কিল সম্পর্কে জানানোর জন্য উত্তরণ নামে একটি অ্যাপ চালু হয়েছে। বাংলায় নির্মিত এই অ্যাপটির সম্প্রতি রাজধানীর একটি হোটেলে উদ্বোধন হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরনের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সুইস কন্ট্যাক্টের একটি প্রকল্প রয়েছে। এর নাম উত্তরণ। এই প্রকল্পের আওতায় নতুন এই অ্যাপটি চালু করা হলো। শেভরনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মক্ষেত্রে তরুণদের সহায়তা দিতে এই অ্যাপটি ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, উত্তরণ অ্যাপটি প্রশিক্ষণার্থীদের সফটস্কিলের মাধ্যমে পেশাগত জীবনের সমস্যা মোকাবিলা করতে এবং মানিয়ে নিতে সাহায্য করবে।

উত্তরণ প্রকল্পের এই উদ্যোগ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তরুণসমাজকে বিকশিত হতে সাহায্য করবে বলে জানান শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।
উত্তরণ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর করপোরেট অ্যাফেয়ার্স ইমরুল কবির ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।