দক্ষিণ আফ্রিকায় ফিরতে চেয়ে প্রবাসীদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে দক্ষিণ আফ্রিকাপ্রবাসীদের মানববন্ধনছবি: প্রথম আলো

ছুটিতে দেশে এসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে পড়া দক্ষিণ আফ্রিকাপ্রবাসীরা এবার কর্মস্থলে ফিরতে চান। তাঁরা বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার একটি দূতাবাস খোলার দাবিও জানিয়েছেন।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দক্ষিণ আফ্রিকাপ্রবাসীরা এক মানববন্ধন করে এসব দাবি জানান।

মানববন্ধনে তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কিছু দাবি তুলে ধরেন। প্রবাসীরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ছুটিতে থাকায় ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে। তাই তাঁরা দক্ষিণ আফ্রিকায় তাঁদের কর্মস্থলে ফিরে যেতে পারেননি। তাঁরা পরিবার–পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন।

প্রবাসীরা বলেছেন, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস না থাকায় বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান হচ্ছে না। তাঁদের কাজের অনুমোদনও (ওয়ার্ক পারমিট) নবায়ন করা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার একটি দূতাবাস খোলার ও প্রবাসীদের পারমিট নবায়নের জন্য দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। এ ছাড়া বিমানবন্দরে প্রবাসীদের অযথা হয়রানি বন্ধেরও দাবি জানিয়েছেন এ প্রবাসীরা।

করোনার কারণে দেশে এসে কর্মস্থলে ফেরার জন্য এর আগে আন্দোলন করেছিলেন সৌদিপ্রবাসীরা। মানববন্ধন করেছেন ইতালি, কুয়েত, বাহরাইন ও কাতারপ্রবাসীরা।