দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি

ঢাকার মহাখালীতে বিভিন্ন শ্রমজীবী পরিবারের ১০ জন দরিদ্র ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে যুগান্তর ও বিহঙ্গ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড। গতকাল বুধবার মহাখালীতে দুই সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানে এ শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

১০ শিক্ষার্থীকে দেওয়া হয় ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তি। এ ছাড়া সমিতির সদস্য ছয়জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ ২৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সেতারা বেগম, নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায় বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায় বলেন, মহাখালীতে দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে গড়ে উঠেছে এই দুই সমিতি। সমিতি জন্মলগ্ন থেকে দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা কার্যক্রম করা হচ্ছে একেবারে নিজস্ব তহবিল থেকে। ভবিষ্যতে দরিদ্র মানুষের কল্যাণে একটি বৃদ্ধাশ্রম ও এতিমখানা তৈরির চিন্তা রয়েছে তাঁদের। বিজ্ঞপ্তি।