দেশব্যাপী শুরু হচ্ছে জেলা সাহিত্য মেলা

বাংলা একাডেমির উদ্যোগে শুরু হতে যাচ্ছে জেলা সাহিত্য মেলা। প্রতি জেলায় দুই দিনব্যাপী মেলায় সাহিত্য ও প্রবন্ধপাঠ এবং আলোচনার সঙ্গে থাকবে লেখক কর্মশালা। সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম পর্যায়ে ২–৩ জুলাই সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ৩০ জেলায় মেলার আয়োজন করা হবে। বাকি জেলাগুলোয় মেলা হবে আগামী বছরের বিভিন্ন সময়ে।

আগামীকাল শনিবার সকালে গোপালগঞ্জে সাহিত্য মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান অতিথি থাকবেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সাহিত্যপাঠ শুরু হবে সকাল থেকে। দুপুরে লেখক কর্মশালা। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

একই সময় মেলা শুরু হবে চুয়াডাঙ্গায়। এ জেলায় সাহিত্য মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে লেখক কর্মশালা হবে মেলার দ্বিতীয় দিন আগামী রোববার।

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় লেখক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি, মহাপরিচালক, উপপরিচালক তপন কুমার বাগচী, ফারহান ইশরাক ও সাইমন জাকারিয়া।

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সাহিত্য মেলা। ‘জেলার কথাসাহিত্য: নাটক, প্রবন্ধ ও অন্যান্য’ শীর্ষক তিনটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। সেই প্রবন্ধ নিয়ে হবে আলোচনা। জেলা পর্যায়ের মেলাগুলোয় পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।