দেশে ফেরার পথে মাঝ আকাশেই প্রাণ গেল তাঁর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

কুয়েত থেকে দেশে ফিরছিলেন বোরহান মিয়া। কিন্তু ৫৭ বছর বয়সী এই প্রবাসী যাত্রী জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে আকাশপথেই মারা যান। তাঁর লাশ নিয়েই আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকায় আসে ফ্লাইটটি। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বোরহান মিয়া ফ্লাইটে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম প্রথম আলোকে বলেন, কুয়েতের জাজিরা এয়ারওয়েজে করে আজ দেশে ফিরছিলেন বোরহান মিয়া। তবে আকাশপথে উড়োজাহাজের কেবিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি আজ দুপুর আড়াইটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বোরহান মিয়ার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে বোরহান মিয়ার লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হাসপাতাল থেকে তাঁর লাশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি পাঠানো হবে।