ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় এমজেএফের উদ্বেগ

প্রতীকী ছবি

তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানুষের জন্য ফাউন্ডেশন এই উদ্বেগ জানিয়েছে।

এমজেএফ বলছে, খাগড়াছড়ি সদর থানায় নিজ বাড়িতে এক চাকমা নারী এবং কাছাকাছি সময়ে বেনাপোলে দুই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। খাগড়াছড়িতে অপরাধীরা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। অন্যদিকে যশোরের ঝিকরগাছা দিয়ে ওই দুই কিশোরীকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এমজেএফ অবিলম্বে এ সব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আইনি প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশুদের ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও প্রতিবন্ধী নারী এবং শিশুরা সবচেয়ে বিপন্ন অবস্থায় আছে। কাউকে কাউকে যৌন নিপীড়নের পর হত্যাও করা হয়েছে। তিনি আরও বলেন, ‘যৌন নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো পরিচয় থাকতে পারে না।

দেশজুড়ে নারী ও শিশুদের ভয়াবহ এই বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।’