নন-এমপিও শিক্ষক-কর্মচারীর জন্য প্রধানমন্ত্রীর অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও প্রত্যেক শিক্ষকের জন্য ৫ হাজার ও কর্মচারীর জন্য ২,৫০০ টাকা করে বরাদ্দ দিয়েছেন। সরকারের মাসিক পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থাবহির্ভূত স্কুল, কলেজ ও মাদ্রাসার ১ লাখ ৬৭ হাজার ২২৫ শিক্ষক-কর্মচারীকে বিশেষ এ অনুদান দেওয়া হবে। এর জন্য ৭৪ হাজার ৮১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কোভিড-১৯ মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট পরিস্থিতিতে আর্থিক সহায়তা প্রদানে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক নন-এমপিও শিক্ষক এককালীন অনুদান পাবেন ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী পাবেন ২ হাজার ৫০০ টাকা করে।

প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীর জন্য ৪৬ হাজার ৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৬১ হাজার ৪৪০ নন-এমপিও শিক্ষক ও কর্মচারীর জন্য ২৮ হাজার ১৮৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।