নাজিরপুরে করোনার উপসর্গ নিয়ে তরুণের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক তরুণের (১৮) মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে নৌকায় করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণ মুন্সিগঞ্জের একটি কাঠের গোলায় কাজ করতেন। ১৪ মে তিনি বাড়িতে আসেন। চার থেকে পাঁচ দিন আগে ওই তরুণের শ্বাসকষ্ট ও কাশি দেখা দেয়। এরপর ডায়রিয়ায় আক্রান্ত হলে পরিবার বিষয়টি গোপন রাখে। আজ ভোরে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য একটি নৌকায় করে খুলনা নিয়ে যাচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়। দুপুরে স্থানীয় বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের লোকজন নিয়ম মেনে তাঁকে দাফন করেন।

উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অলিউল্লাহ বলেন, ওই তরুণের করোনা উপসর্গ ছিল। স্থানীয় বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের লোকজন এসে দাফন করেছে। ওই তরুণের সংস্পর্শে আসা ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সব্যসাচী মজুমদার বলেন, মঙ্গলবার ওই তরুণের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ওই তরুণের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।