নানির লাশ দেখতে গিয়ে ট্রেনে কাটা আমিনুল

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম এস এম আমিনুল ইসলাম সিরাজ (২২)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা আবদুল গফুর ফারুকের ছেলে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোশতাক খন্দকার প্রথম আলোকে বলেন, আমিনুল ইসলাম ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। নানি মারা যাওয়ার খবর পেয়ে আজ সকাল নয়টার দিকে ছাত্রাবাস থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। বিশ্ববিদ্যালয় গেট থেকে কুমিরা স্টেশন এক কিলোমিটারেরও কম দূরত্ব। তিনি ক্যাম্পাস থেকে বের হয়ে রেললাইন ধরে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। লাশটি উদ্ধার করা হয়েছে।

কুমিরা স্টেশনমাস্টার সাইফুদ্দিন বশর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।